সীমাপেক্ষা

পুষ্পের আবির্ভাব ধর্মে, তাদের সৌন্দর্যের সচেতনা কি?

আছে কি তাদের নিজেদের প্রতি গর্ব বা মহিমা? এটির সম্ভাবনা কম।

তাদের হারানোর নেই অবসর, শিকরের যনজাটে প্রানাবদ্ধ।


তাদেরর প্রবৃদ্ধির বৃদ্ধি নিয়ম, নিজের ইচ্ছে ফুটতে পারে না, নিজের সংকল্পে নিবিড় হতে পারে না।

মানুষের অন্য ধরনের স্বাধীনতা, মনের ভূমি হতে উড়ে যেতে পারে নিজের ইচ্ছে।

এই আশা যে ছিল মানুষের, আকাশে চাড়ার প্রয়াস, হাওয়ার মতো অসীম স্বপ্ন,

এখন দেখো, পাখি বিনা বাণিজ্য  করতে স্বর্গে উড়ে যেতে পারে নিজের ইচ্ছে।


তয়, মানুষ কি পারে নাহ?

বাস্তবতার আনমনে স্বভাব, সব পাল্টে যেতে পারে একক্ষণে।

যদি হাত মারি অথবা না মারি, একটি ভূমিকম্প হতে পারে একক্ষণে।

মন জানুক আর না জানুক, প্রবৃত্তি সংকুচিত হতে পারে একক্ষণে, ঝর আসবে এক্ষণে।


তয়, মানুষ কি পারে নাহ?

ভালোবাসা আমার, প্রিয় পাশে থাকি আমি, কিন্তু তোমার বিষাদ বিসর্জন দিতে পারি না আমি।

তবে ভাবি যদি অবকাশ হত তাহলে, তাহলে তোমাকে বলতাম যে তুমি পুষ্পতো নও, মানুষ বটে। তোমারতো নিজেকে নিয়ে গর্ব করার বেলা আছে। তোমার শিকর কেটেই তুমি ভুখন্ডে এলে। সাদা মেঘ ছোয়ার মনভোব এবং বস্তবনা তোমার জাতির আছে। 

তবে অবকাশ নেই আমার।

তয়, মানুষ আর কি পারে নাহ?



উৎসর্গ : ছোট খালামনি  (  Karuna Kashem Shuravi) কে

Comments

Popular Posts