ক্ষণ
ঠিক এই ক্ষণে,
নিজেকে পাই উদ্দীপ্ত পনে, মনের সীমানার পাড়ে।
যেখানে উদ্দেশ্য সামনে টেনে নিয়ে যায় ,
সেখানে সমাজের মতামত আবেগে ঝরে গিয়ে হয়ে যায় অবসাদিত।
গান ,গল্প আর কবির ঘুরপাক মগ্ন মন,আমাকে রাখে আঁখিতে আঁধার করে।
তখন মায়ের হৃদয় একটি শান্তিপূর্ণ সুর বাঁধে, ধরে রাখে আমার চেতনা।
কর্তব্য বহন, শীতের সকালের এক আরামদায়ক শাল।
স্বাধীনতার নম্রতা হল শরৎ এর পাতাঝরা।
নিজ আত্মচিত্রে, আমি একটি দৃশ্য চিত্রণ করছি।
প্রতিটি ক্ষণ একটি সত্য, প্রতিটা রঙ একেকটা পর্যায়ের সূচনা।
![]() |
Gladiolus by Marina GorkaevaImage source: Internet |



Comments
Post a Comment